সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত(১৬ নভেম্বর ২০১৯)
দ্যা ডেইলি নিউ নেশন(২৭ আগষ্ট ২০১৯)
দৈনিক সুরমা নিউজ(১৭ নভেম্বর ২০১৯)
আবু সালেহ’র কেনসার অষুধে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে কয়েকজন রোগী সুস্থ হয়েছেন বলে তিনি জানান। ৬ জুলাই নয়া দিগন্তে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেনসার আক্রান্তদের আত্মীয়স্বজন আবু সালেহ’র সাথে যোগাযোগ করে অষুধ নিয়ে সেবন করছেন। আবু সালেহ জানান “আমি চাই এ অষুধটির ওপর সরকারী পর্যায় থেকে আরো গবেষণা হোক”। এ জন্য তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগও করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তার আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে পরামর্শের জন্য। আবু সালেহ্ তার আবিষ্কৃত অষুধটি সম্পর্কে বলেন, ওষুধটি মূলত জিনগত অস্বাভাবিকতাকে টার্গেট করে। ফলে সব ধরনের কেনসারের ক্ষেত্রেই অষুধটি কার্যকর এবং কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগী সুস্থ হয়ে উঠেন। আবু সালেহ জানান- শুরুতে তিনি সেসব রোগীকেই বেছে নিয়েছেন যাদেরকে চিকিৎসকরা বলে দিয়েছেন আর "কিছু করার নেই"। এ পর্যন্ত ৩ জন রোগী পরিপূর্ণ সুস্থ হয়েছেন,এদের মধ্যে পাকস্থলীর কেনসারে (গ্রেড-থ্রী) আক্রান্ত একজন, ২য় জন ব্রেষ্ট কেনসারে (গ্রেড - টু) আক্রান্ত এবং তৃতীয়জন রেকটাম কেনসারে (গ্রেড ওয়ান) আক্রান্ত। পাকস্থলীর কেনসার আক্রান্ত রোগী তিন মাস ১২ দিনে শতভাগ কেনসার মুক্ত হন। ব্রেষ্ট কেনসারে আক্রান্ত রোগী ৪ মাসে এবং রেকটাম কেনসারে আক্রান্ত রোগীও ৪ মাসে পরিপূর্ণ সুস্থ হন। বর্তমানে আরো ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও উত্তরোত্তর উন্নতি হচ্ছে, নির্দিষ্ট সময়ে তাদের ডায়াগনোসিস করানো হবে। এসব রোগীদের অভিবাকদের সাথে নয়া দিগন্তের এই প্রতিবেদকের একাধিক বার কথা হয়েছে।
আবু সালেহর সাথে প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৯৭৩-৯৩৭৭২৭ এই নম্বরে
Address: Life Care 1724, Mahmudul Haque khan plaza (3rd Floor) Doctors zone. Rayerbag Bus Stand, kadamtoli, Dhaka Phn.01973-937727 Gmail. Lifecare7727@gmail.com
0 Comments